তামিল অভিনেত্রীর মৃত্যু
তামিল অভিনেত্রী উমা মহেশ্বরী মারা গেছেন

প্রথম নিউজ, ডেস্ক : তামিল অভিনেত্রী উমা মহেশ্বরী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪০ বছর।
রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া।
উমা মহেশ্বরীর মৃত্যুতে তামিল সিনেমা এবং সিরিয়াল ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।
তামিল টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মিট্টি ওলি’র ভিজি চরিত্রের অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন উমা। এ ছাড়া তিনি ‘ওরু কধাইয়িন কধাই’ এবং ‘মঞ্জল মাগিমাই’র মতো ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান।
বড়পর্দায়ও দেখা গেছে এই অভিনেত্রীকে। ‘ভেত্রী কোডি কট্টু’, ‘উনাই নিনাইথু’ ও ‘আলি অর্জুন’ সিনেমায় অভিনয় করেছেন। ‘ই ভার্গভি নিলাম’ নামে একটি মালায়ালাম সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন এ তারকা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews