আমীর খসরুকে পরিকল্পনামন্ত্রী: গ্যালারিতে বসে খেলতে পারবেন না, মাঠে নামুন
প্রথম নিউজ, ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে উদ্দেশ্যে করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকারের কোনো কাজের বিরুদ্ধে বিএনপি হরতাল করলেও মানুষ রাস্তায় নামবে না। কারণ বিনাশী রাজনীতি মানুষ চায় না। তিনি বলেন, গ্যালারিতে বসে খেলতে পারবেন না। মাঠে নামুন, মাঠে খেলুন।
রোববার (১৮ জুন) রাজধানীর একটি হোটেলে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরুকে উদ্দেশ্য করে তিনি বলেন, একটা প্রমাণ দেখান কু-শাসন করেছি। সাংবিধানিক আইন অনুযায়ী, আদালতের আইন অনুযায়ী আমরা সু-শাসন করেছি। কোথায় আমরা কোন কাজটি করেছি আইনের বাইরে? করে থাকলে আদালতে যান, বলেন। জনগণের আদালতে যান। সেগুলো না করে আপনি চিৎকার করবেন। দ্যাট ইজ নট পলিটিক্স, দ্যাট ইজ নট ডেমোক্রেসি।
আমীর খসরুকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ডাকেন তো কালকে হরতাল। শেখ হাসিনার কোন কাজের বিরুদ্ধে। লোক বের হয়? কোনো লোক বের হবে না। কারণ বাংলাদেশের মানুষ বুঝে গেছে বিনাশী রাজনীতি দেশের জন্য মঙ্গলজনক নয়। মানুষ বুঝে গেছে উন্নয়ন চাই। আমরা সুশাসন করছি।