আমাকে বিক্রি করে মানুষ খাচ্ছে: শিরিন শিলা

ইতোমধ্যে বেশ কয়েকবার ভিডিও বার্তায় বিষয়টি নিয়ে কথা বলেছেন শিরিন।

আমাকে বিক্রি করে মানুষ খাচ্ছে: শিরিন শিলা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: সম্প্রতি শুটিং সেটে এক বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল চিত্রনায়িকা শিরিন শিলাকে। আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় এক ভক্ত তাকে প্রকাশ্যে জড়িয়ে ধরে চুমু দিয়েছেন! এনিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ হেনস্থার শিকার হন চিত্রনায়িকা শিরিন শিলা। এজন্য রীতিমতো কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। ইতোমধ্যে বেশ কয়েকবার ভিডিও বার্তায় বিষয়টি নিয়ে কথা বলেছেন শিরিন।

সম্প্রতি আবারও এ প্রসঙ্গে মুখ খুলেছেন এই অভিনেত্রী। বিতর্কিত ওই বিষয়টি নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। এ সময় মানুষ অভিনেত্রীকে বিক্রি করে খাচ্ছেন বলে জানান তিনি। শিরিন শিলা বলেন, সোশ্যাল মিডিয়ায় শিল্পীদের নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু কেউ তো আলোচনায় আসতে চায় না। আমি আলোচনায় আগে থেকেই ছিলাম। দুর্ঘটনাবশত এটা ঘটে গেছে। ওইটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। বিষয়টি যেহেতু বন্ধ হয়ে গেছে। এখন এটা নিয়ে আমি যত কথা বলব, তত আরও বাড়বে।

অভিনেত্রী আরও বলেন, আমাকে বিক্রি করে মানুষ খাচ্ছে, ভাই। আমাকে সবাই ব্যবহার করতে চাচ্ছে। আমি এ জন্য এটা নিয়ে আর কথা বলতে চাই না। তখন আমি কথা বলেছি, কারণ তখন বিষয়টা অনেক গরম ছিল। সেখানে আমার কোনো দোষ ছিল না আসলে। সেটাই ক্লিয়ার করতে চেয়েছি। আসলে আমি তো সরলমনে একটা মানুষকে সহযোগিতা করতে চেয়েছি। আমি কিন্তু গরিব বলে তাকে অবহেলা করিনি।

তিনি বলেন, আমি যেহেতু তাকে বিশ্বাস করে কাছে আসার সুযোগ দিয়েছি, তাকে ভালবেসেছি, সহযোগিতা করতে চেয়েছি। পরবর্তীতে আমি জানতে পেরেছি, সে পাগল না। সে রিকশা চালায়। তার মা আছে, এমনকি তার বউও আছে। সে আমাকে মিথ্যা কথা বলেছে। বিষয়গুলো জানার পরে যে ঘটনাটি ঘটেছে। সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আসলে আমি তাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছি।

আসন্ন ঈদের কাজ নিয়ে জানতে চাইলে শিরিন শিলা বলেন, ঈদে ডিপজল ভাইয়া বলেছে, একটি সিনেমা রিলিজ দেওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু আমি এখনও শিউর না। আসলেই ভাইয়া কোনো সিনেমা রিলিজ দেবেন কি না। যদি ঈদে সিনেমা আসে তাহলে ‘জিম্মি’ সিনেমাটি আসতে পারে। পরবর্তী কাজের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বর্তমানে সাইমন সাদিকের সঙ্গে 'শেষ বাজি' নামের একটি সিনেমা করছি। এটি নির্মাণ করছেন মেহেদী হাসান ভাইয়া। এ ছাড়া আদর আজাদের সঙ্গে ‘দ্য রাইটার’ সিনেমাটি করছি। এগুলো নিয়েই এখন ব্যস্ত রয়েছি।