আম চুরির অপরাধে পিটিয়ে হত্যা, আটক ২
আজ বুধবার ভোরে উপজেলার কসবায় খান্দুরা গ্রামের একটি ১২ মাসি কাটিমন আমের বাগানে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আম চুরির অপরাধে শুকুদ্দি (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাগানের প্রহরীদের (যোগানদার) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই প্রহরীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার ভোরে উপজেলার কসবায় খান্দুরা গ্রামের একটি ১২ মাসি কাটিমন আমের বাগানে এ ঘটনা ঘটে। নিহত শুকুদ্দি জেলার গোমস্তাপুর উপজেলার গরিপুর এলাকার মৃত ফাইজ উদ্দিনের ছেলে। আটককৃতরা হলেন- আসাদুজ্জামান শামীম ও হাসান আলী।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, নিহত শুকুদ্দিসহ নাম না জানা আরো ৩ থেকে ৪ জন ব্যক্তি আম বাগানে প্রবেশ করেন। বাগানের প্রহরী আসাদুজ্জামান শামীম ও হাসান আলী তাদের চোর সন্দেহে ধাওয়া করেন। বাকিরা পালিয়ে গেলেও শুকুদ্দি বাগানের প্রহরীদের হাতে ধরা পরেন। এসময় আম চুরির অভিযোগে প্রহরীরা শুকুদ্দিকে মারধর করেন। এতে মারা যান ওই ব্যক্তি।
তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ওই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews