Ad0111

আবারও লাগামহীন পেঁয়াজের দাম

পেঁয়াজ নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি অনভিপ্রেত

আবারও লাগামহীন পেঁয়াজের দাম
আবারও পেঁয়াজের দাম রেড়েছে

প্রথম নিউজ, ঢাকা : পেঁয়াজ নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি অনভিপ্রেত। দেখা যাচ্ছে, কয়েক সপ্তাহ ধরে কমতে থাকা পেঁয়াজের দামে হঠাৎ করেই উল্লম্ফন ঘটেছে। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও একদিনের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা বেড়েছে কেন, এ প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

পেঁয়াজের দামের হঠাৎ এ উল্লম্ফন কোনোমতেই মেনে নেওয়া যায় না। কারণ, এ বছর দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে এবং যে পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে, তাতে কোনোমতেই বাজারে পেঁয়াজের সংকট ও দাম বাড়ার কথা নয়।

অথচ পূর্ববর্তী বছরগুলোর ধারাবাহিকতায় অসাধু ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে এবারও পেঁয়াজের দাম নিয়ে অশুভ তৎপরতা শুরু করেছেন, যা কঠোরভাবে দমন করা উচিত।

বস্তুত প্রতিবছর অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে ভোক্তাদের পকেট কাটায় লিপ্ত হচ্ছেন। উল্লেখ্য, প্রতিবেশী একটি রাষ্ট্র ২০১৯ সালের সেপ্টেম্বরে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের পর দেশের বিভিন্ন অঞ্চলে পেঁয়াজের দাম প্রতিকেজি সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত উঠেছিল।

শুধু এই একটি ঘটনা নয়, রমজান অথবা অন্য কোনো উপলক্ষ্য সামনে রেখে নিত্যপণ্যের দাম কয়েকগুণ বাড়িয়ে দেওয়ার নজির সৃষ্টি করেছেন আমাদের ব্যবসায়ীরা। ব্যবসায়ে মুনাফা অর্জন স্বতঃসিদ্ধ ও স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে ভুলে গেলে চলবে না, মুনাফা অর্জনের নামে নীতিজ্ঞানহীন কর্মকাণ্ড কোনোমতেই সমর্থনযোগ্য নয়।

পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপণ্যের দামবৃদ্ধির ঘটনায় সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে ক্রয়ক্ষমতা না বাড়ায় সাধারণ মানুষ, বিশেষ করে নিুআয়ের শ্রমজীবীরা স্বভাবতই অসহায়বোধ করেন। অথচ দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে উচ্চবাচ্য হয় না বললেই চলে।

সাধারণত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথাবার্তা উঠলে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা পরস্পরকে দোষারোপ করে থাকেন। এভাবে একপক্ষ অপর পক্ষকে দোষারোপ করলেও এটি যে মূলত ব্যবসায়ীদের একচেটিয়া বাজার নিয়ন্ত্রণের চেষ্টা, এতে কোনো সন্দেহ নেই। নানা অপকৌশলে ভোক্তাদের ঠকানো ছাড়াও কারসাজি ও যোগসাজশের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেওয়া অনৈতিক তো বটেই, একইসঙ্গে অপরাধও।

প্রতারণা ও লোক ঠকানোর মানসিকতা পরিহার করে পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপণ্য ও সেবার মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী সমাজ আন্তরিকতার পরিচয় দেবে, এটাই প্রত্যাশা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news