আপনি কি রাজকন্যা,আপনার বাবা কি রাজা ছিলেন প্রধানমন্ত্রীকে রিজভী
প্রথম নিউজ, ঢাকা:প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,আপনি কি রাজকন্যা?আপনার বাবা কি রাজা ছিলেন?
তিনি বলন,'উনি(শেখ হাসিনা) মনে করেন উনার বাবা ছিলেন রাজা উনি হলেন রাজকন্যা এখন উনি রাজার সিংহাসনে বসে আছেন। তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না।কেউ কথা বললেই তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে,গুম করা হবে।
শনিবার(৭ সেপ্টেম্বর)বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের পূর্বে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, মানুষ হচ্ছে সকল প্রাণীর শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। কিন্তু শেখ হাসিনা কি আশরাফুল মাখলুকাতের মধ্যে পড়ে? নর্দমার কিট ছাড়া এ ধরনের কথা কেউ কি বলতে পারে?তিনিও একজন নারী অন্য একজন নারীকে নিয়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন নির্বাচনে বারবার জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি অসুস্থ তার এই অসুস্থতা নিয়ে এরকম বিদ্রুপ কথাবার্তা বলে উনার মনুষত্ব লোভ পেয়ে গেছে। উনি ওনার পরিবার ছাড়া বাংলাদেশের জনগণ দেশের গণতন্ত্র এগুলো উনার দরকার নেই।
বিএনপির এই মুখপাত্র বলেন, শেখ হাসিনা বাংলাদেশের সভ্যতা কৃষ্টি কালচার সব ধ্বংস করেছে। তিনি মনে করেন তিনি এবং তার দলের নেতাকর্মীরা ছাড়া আর কেউ থাকবে না। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে কথা বলেছে যে গুরুতর অসুস্থ কখন মরে যায় এটা নিয়ে এত কান্নাকাটির কি আছে।এ ধরনের কথা কোন ভদ্র মানুষ বলতে পারেনা। তিনি তো মিথ্যাকে মিথ্যা মনে করেন না। তিনি যে অনর্গল মিথ্যা বলেন সেটাকে তিনি গর্ব করেন।
রিজভী বলেন,'এ বছর আমরা বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করলাম ৭৮তম।আর উনি (শেখ হাসিনা) সেটাকে ৮০তে নিয়ে গেলেন। পত্রপত্রিকায় দেখলাম শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন। বেগম খালেদা জিয়া ৭৮ বছর বয়স আর শেখ হাসিনার ৭৭ বছর বয়স। তাহলে তিনি কি ৭৭ বছরের কিশোরী? তিনি যদি ৭৭ বছরের কিশোরী বা যুবতী হন তিনি কি মারা যাবেন না? মানুষ হচ্ছে মরণশীল প্রতিটি মানুষই মারা যাবে কিন্তু আপনার (শেখ হাসিনার) এত অহংকার কেন? আপনি কিশোরী বা যুবতী যদি হয়ে থাকেন তাহলে বাংলাদেশের মানুষ আপনার জন্য কি পাত্র খুঁজবে? আপনার আনন্দ দেখে তো তাই মনে হচ্ছে।
তিনি বলেন,'বেগম খালেদা জিয়া মরণাপন্ন, তার লেভার পাল্টাতে হবে, হার্টের সমস্যা, আরো বিভিন্ন সমস্যা রয়েছে। কিন্তু শেখ হাসিনা ও তার আইন মন্ত্রী বলেছে তাকে জেলে যেতে হবে তারপরে আদালতের রায়ে বিদেশে যেতে পারবে। অথচ বিজ্ঞ আইনজীবীরা বলেছে তাকে জেলে যেতে হবে না। তিনি বেগম খালেদা জিয়া এমনি বিদেশে যেতে পারেন। কিন্তু শেখ হাসিনা বিজ্ঞ আইনজীবীদের কথা শোনেন না। আরো আজেবাজে কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন,'শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের ভয় একটাই। তারা বলে তলে তলে সব ঠিক হয়ে গেছে। তাহলে শেখ হাসিনা আপনি সুষ্ঠু নির্বাচনের কথা বলেন না কেন?তিনি পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সুষ্ঠু নির্বাচন ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এদেশের তরুণ তরুণী যুবসমাজ সবাই চায়। আপনি চান না আর আপনার ওবায়দুল কাদের চায় না।
তিনি আরও বলেন,'আপনারা শুধু টাকা লুটপাট করে বিদেশে পাচার করে আপনার ছাত্রলীগ,যুবলীগ আওয়ামী লীগ টাকা পাচার করে কানাডায় বেগমপাড়া বানিয়েছে সেখানে তাদের সন্তানরা রয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।