আজ শ্রীলংকা বাংলাদেশের সামনে

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে নাকাল শ্রীলংকা

আজ শ্রীলংকা বাংলাদেশের সামনে
আজ শ্রীলংকা বাংলাদেশের সামনে

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে নাকাল শ্রীলংকা। তাই বলে খেলাধুলায় অংশগ্রহণ থেমে নেই দ্বীপদেশটির। ভারতের ভুবনেশ্বরে আজ শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ। প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে লংকান যুবারা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। সাফের এই আসরটি হচ্ছে পাঁচ দেশ নিয়ে। লিগ পদ্ধতিতে সবাই সবার বিপক্ষে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনালে। বাংলাদেশ ফাইনালে চোখ রেখেই ভারতে গেছে। রোববার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচ পল স্মলি বলেন, ‘সবারই ম্যাচের দিকে মনোযোগ। প্রস্তুতিও ভালো। তবে প্রথম ম্যাচটি সহজ হবে না। আমরা ভালো খেলার জন্য মাঠে নামব।’ অভিজ্ঞ ডিফেন্ডার ও অধিনায়ক তানভীর হোসেন মাঠে নামতে মুখিয়ে আছেন, ‘সবাই সুস্থ আছে। অনুশীলন করেছি। দলে কোনো সমস্যা নেই। শ্রীলংকার বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি। জয় দিয়ে শুরু করতে চাই। যেন এখান থেকে দেশের মুখ উজ্জ্বল করে ফিরে যেতে পারি।’

অন্যদিকে শ্রীলংকার কোচ রাজামানি দেভাসাগায়াম বলেন, ‘শ্রীলংকা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তবে আমাদের প্রস্তুতি খারাপ নয়। দেশের সংকটেও প্রস্তুতিতে সমস্যা হচ্ছে না। আমরা অল্প সময়ের প্রস্তুতিতে ভালো করার চেষ্টা করব। আশা করছি আমরা ভালো ফল উপহার দিতে পারব।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom