আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না
বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস থাকবে না।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর শ্যামপুর-জুরাইন এলাকায় গ্যাস লাইন প্রতিস্থাপনের কাজের জন্য আজ সোমবার (২০ ডিসেম্বর) চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল রবিবার (১৯ ডিসেম্বর) এক জরুরি বার্তায় তিতাস গ্যাস জানায়, সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস থাকবে না।
তিতাস জানায়, পদ্মা সেতু প্রকল্পের অধীন পাগলা ওয়াসা গেট চাইনিজে তিতাস গ্যাস বিতরণ লাইনের প্রতিস্থাপন কাজের জন্য চার ঘণ্টা মুরাদপুর, শ্যামপুর শিল্প এলাকা, শ্যামপুর, জুরাইন, পোস্তগোলা ক্যান্টনমেন্ট ও ফরিদাবাদ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: