আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ

 আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
 আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। যার প্রথমটি হয়ে গেলো সোমবার (১৭ অক্টোবর)। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে টাইগাররা রীতিমত নাকাল হয়েছে।

আফগানদের ১৬০ রানের জবাবে মাত্র ৯৮তে আটকে গিয়ে ৬২ রানের বড় ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল। সেই ধাক্কা কাটিয়ে আজ ঘুরে দাঁড়াতে পারবে টাইগাররা?

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে আজ বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি। এই মাঠেই আফগানদের বিপক্ষে খেলেছিল টাইগাররা।

ফজলহক ফারুকি, ফরিদ আহমেদ, মুজিব উর রহমানরা যেভাবে নাকাল করে ছেড়েছেন বাংলাদেশের ব্যাটারদের। শঙ্কা তো থেকেই যাচ্ছে, কাগিসো রাবাদা, ওয়েন পারনেল, কেশভ মহারাজদের কিভাবে সামলাবেন সাকিব-লিটনরা!

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ১০ ওভার ভালো বোলিং করলেও (৬৭ রান) পরে লাইন-লেহ্ন হারিয়ে ফেলে টাইগার বোলাররা। এক হাসান মাহমুদ ছাড়া ওই ম্যাচে কেউই তেমন ভালো করতে পারেননি। ডেথ ওভারের দুশ্চিন্তা তাই কাটেনি। দুশ্চিন্তা কাটেনি মোস্তাফিজুর রহমানকে নিয়েও। আফগানদের বিপক্ষে ৪ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন কাটার মাস্টার।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে মোস্তাফিজ নিজেকে ফিরে না পেলে বাংলাদেশ দলের জন্য সেটা মহাদুশ্চিন্তার কারণ হবে। সেক্ষেত্রে সেরা একাদশের বাইরেও চলে যেতে হতে পারে তাকে।

অন্যদিকে ব্যাটিংয়ের অবস্থা তো যাচ্ছেতাই। আফগানিস্তানের বিপক্ষে রান তাড়ায় নেমে মাত্র ২৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ফজলহক ফারুকি, ফরিদ আহমেদদের পেসেই ‘ত্রাহি মধুসূদন অবস্থা’ হয়ে গিয়েছিল বাংলাদেশের।

দক্ষিণ আফ্রিকান পেস আক্রমণ তো বিশ্বসেরা। প্রোটিয়া দলে আছেন কাগিসো রাবাদা, ওয়েন পারনেল, লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন, এনরিচ নরকিয়ার মতো পেস সুপারস্টার। স্পিনে আছেন কেশভ মহারাজ, তাবরেজ শামসি। এই বোলিং আক্রমণ প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়েছিল ৯৮ রানেই।

বাংলাদেশের তাই আসল পরীক্ষাটা হয়ে যাবে আজই। প্রোটিয়া বোলিং উৎড়ে যেতে পারলে বিশ্বকাপে বড় কিছু করার স্বপ্ন দেখতে পারবে টাইগাররা, নাহলে আরও একবার শূন্য হাতে ফেরার শঙ্কা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom