আজ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় বসতে যাচ্ছে মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী।
প্রথম নিউজ, অনলাইন : ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা রোববার (৩০ এপ্রিল) শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় বসতে যাচ্ছে মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৭ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পরীক্ষা চলাকালীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে পরীক্ষা হলের ২০০ গজের মধ্যে প্রবেশ করতে দেয়া হবে না।
এদিকে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি মঙ্গলবার জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। দীপু মনি আরো বলেন, এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বর ও সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।