আছিয়ার জানাজায় মানুষের ঢল

প্রথম নিউজ, মাগুরা: মাগুরায় ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু আছিয়ার জানাজা হয়েছে শহরের নোমানী ময়দানে। আছিয়ার মরদেহ ঢাকা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বিকাল সাড়ে ৫টার পর মাগুরা স্টেডিয়ামে পৌঁছায়। শহরের নোমানী ময়দানে সন্ধ্যা ৭টায় শিশু আছিয়ার জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ। জানাজা পরিচালনা করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান। জানাজা শেষে আছিয়ার লাশ দাফনের জন্য তার নিজ বাড়ি শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে নেয়া হয়।
এ সময় বিচার চেয়ে শহরে বিক্ষোভ করেন ছাত্র জনতা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়না এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। শিশু আছিয়ার মৃত্যুর খবর নিজ বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে পৌছালে সেখানে কান্নায় ভেঙ্গে পড়েন তার স্বজনরা। বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ছুটে আসেন আছিয়াদের বাড়িতে। পুরো এলাকায় হয়ে পড়ে শোকাচ্ছন্ন।
স্থানীয় বাসিন্দা হামিদুর রহমান বলেন, আজ আছিয়া আমাদের মাঝ থেকে চলে গেল। তাকে আমরা বাঁচাতে পারলাম না। আমরা চাই ধর্ষকের ফাঁসি। আজ একজন মা হারাল তার সন্তানকে। সন্তান হারানো বেদনা খুবই কষ্টের। আমরা শোক সন্তত পরিবারের সাথে আছি।