আগামী দুই সপ্তাহের মধ্যে সবাই বই পেয়ে যাবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক বিতরণের উৎসবের অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  অনুষ্ঠিত হলো পুস্তক উৎসব।

আগামী দুই সপ্তাহের মধ্যে সবাই বই পেয়ে যাবে: শিক্ষামন্ত্রী
আগামী দুই সপ্তাহের মধ্যে সবাই বই পেয়ে যাবে: শিক্ষামন্ত্রী

প্রথম নিউজ, গাজীপুর: করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার ২০২৩ শিক্ষাবর্ষে উৎসবমুখর পরিবেশে গাজীপুরে পুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক বিতরণের উৎসবের অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  অনুষ্ঠিত হলো পুস্তক উৎসব। সকাল থেকেই নতুন বইয়ের ঘ্রাণ নিতে দলে দলে শিক্ষার্থী আসতে শুরু করে বিদ্যালয় মাঠে। তাদের কোলাহল আর উদ্দীপনা অনুষ্ঠানস্থলে ভিন্নমাত্রা যোগ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল সকাল ১১টায় শুরু হয় পুস্তক উৎসবের আনুষ্ঠানিকতা। প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা উৎসবমুখর পরিবেশে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী। পরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, অধিকাংশ বই আমরা পেয়ে গেছি, যেটুকু বাকি আছে আগামী দুই সপ্তাহের মধ্যে সবাই পেয়ে যাবে। আজকে সকল শিক্ষার্থী প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে বই পেয়েছে। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল ১ তারিখে বই উৎসব করাতে পারবো কিনা।

 একটা সময় মাঝখানে বিদ্যুতের সমস্যা ছিল ও কাগজের সংকট ছিল, তারপরে সকলের একটা সমন্বিত  প্রয়াসে এই কাজটা আমরা করতে পেরেছি। এজন্য তিনি সবার প্রতি  কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, জেলা প্রশাসক আনিসুর রহমান।

আয়োজকরা জানান, বই উৎসবে কাপাসিয়া উপজেলার ৫২টি উচ্চ বিদ্যালয়, ৩৮টি মাদ্রাসা ও একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। এ ছাড়া একইদিন জেলার প্রাথমিক পর্যায়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৬ লাখ ১২ হাজার ৩৫১ জন শিক্ষার্থীদের হাতে মোট ২৫ লাখ ৪০ হাজার ২৩৪টি পাঠ্যপুস্তক, মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন শিক্ষার্থীর হাতে মোট ৮৭ লাখ ৭৬ হাজার ৬৮৯টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। উৎসবে আগত উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলেছেন, নতুন বছরে নতুন বই পেয়ে খুশি তারা। সারা দেশে মোট ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার ৩৮১জন শিক্ষার্থীর হাতে মোট ৩৩ কোটি ৪৮  লাখ ৭৮ হাজার ৮৩৩টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom