আগুন নেভাতে গিয়ে উদ্ধার করা হলো কোটি কোটি টাকা

ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের রেজিমেন্টাল বাজার এলাকায়। একটি বেসরকারি সংস্থার কর্মীর বাড়িতে আগুন লেগেছিল।

আগুন নেভাতে গিয়ে উদ্ধার করা হলো কোটি কোটি টাকা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: এ যেন কেঁচো খুড়তে কেউটে! বাড়িতে আগুন নেভাতে গিয়ে উদ্ধার করা হলো কোটি কোটি টাকা। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের রেজিমেন্টাল বাজার এলাকায়। একটি বেসরকারি সংস্থার কর্মীর বাড়িতে আগুন লেগেছিল। ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। আগুন নেভাতে গিয়েই ওই কর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১ কোটি ৬৫ লাখ টাকা। সোমবার এ ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। খবর আনন্দবাজারের। 

গোপালপুরম পুলিশ জানিয়েছে, শ্রীনিবাস নামে ওই ব্যক্তির বাড়িতে আগুন লেগেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। পরে আগুন নেভানো হয়। আগুনে পুড়ে গিয়েছে পুরনো আসবাবপত্র। সেই সময়ই পুলিশ খবর পায় যে, ওই ব্যক্তির বাড়ির নিচের তলায় প্রচুর টাকা রাখা রয়েছে। এরপরই তল্লাশি শুরু করে পুলিশ।

তল্লাশি অভিযানের সময়ই ঘর থেকে উদ্ধার করা হয় ওই পরিমাণ টাকা। সঙ্গে উদ্ধার করা হয়েছে স্বর্ণ, রুপাও। খবর দেওয়া হয় আয়কর দপ্তরকেও। হাওয়ালার মাধ্যমে ওই টাকা লেনদেন করা হয়েছিল বলে ধারণা পুলিশের। তবে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে কিনা, তা জানা যায়নি।