আখাউড়া পৌর এলাকার অর্ধশত পরিবার পানিবন্দি

কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এদিকে কোনও নজর নেই।

আখাউড়া পৌর এলাকার অর্ধশত পরিবার পানিবন্দি
সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগে পড়েছেন আখাউড়া পৌরবাসী

প্রথম নিউজ,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। পানিবন্দি হয়ে আছেন পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মসজিদপাড়ার অর্ধশতাধিক পরিবার। সামান্য বৃষ্টিতে প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পোহাতে হচ্ছে।  এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এদিকে কোনও নজর নেই।

রবিবার (১৫ মে) সরেজমিন পৌর এলাকার বাইপাস সংলগ্ন পূর্ব মসজিদপাড়ায় দেখা যায়, বিশাল একটি ফাঁকা জায়গাজুড়ে পানি থৈ থৈ করছে। এর ঠিক উল্টো দিকেই বেশকিছু বাড়ি। পানিবন্দি এক গৃহবধূ এসে তাদের দুভোর্গের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘গত শুক্রবার রাতের বৃষ্টির পানিতে তলিয়ে যায় আখাউড়া পৌরসভার প্রধান প্রধান সড়ক। এর মধ্যে সড়ক বাজার, মসজিদপাড়া এলাকা, খড়মপুর এলাকায় হাঁটুপানি জমে যায়। ঘণ্টাদুয়েক সময় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল। একই সময়ে বিদ্যুৎ না থাকায় দুভোর্গ আরও বেড়ে যায়।’

দুর্ভোগের শিকার পূর্ব মসজিদপাড়ার বাসিন্দা তাসলিমা আক্তার ও বিলকিস খানম বলেন, ‘প্রায় ১৪ বছর ধরে এখানে থাকি। এবার বৃষ্টির মৌসুমের শুরুতেই আমরা দুর্ভোগের মধ্যে পড়েছি। বাড়ি থেকে বের হওয়ার দুই পথেই পানি আর পানি। মূলত যে পথ দিয়ে পানি বের হতো সেখানে একটি জায়গার মালিক মাটি ফেলে পাইপের মুখ বন্ধ করে দিয়েছেন।’

স্থানীয় বিল্লাল মিয়া বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা নাগিরকদের পক্ষ থেকে পৌর কাউন্সিলরের সঙ্গে একাধিকবার কথা বলেছি। তিনি এলাকা ঘুরে দেখেছেন। সমস্যা সমাধানের চেষ্টা করছেন। কিন্তু কোনও লাভ হয়নি। ‘কিছু পরিবারের পানিবন্দি’ থাকা ও সড়কে পানি জমে থাকার বিষয়টি স্বীকার করে আখাউড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম এমরান জানান, রবিবার দিনভর পানি নিষ্কাশনে কাজ করেছেন। পূর্ব মসজিদ পাড়ায় মাটি কেটে ছোট ছোট ড্রেন করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে স্থায়ীভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom