আক্রমণ হলে পাল্টা আক্রমণ করতে হবে : গ‌য়েশ্বর

তিনি আরও বলেন, আমার এইটুকু কথা, বাধা আসলে পাল্টা বাধা দিতে হবে। আক্রমণ হলে পাল্টা আক্রমণ করতে হবে। পাল্টা আক্রমণের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে।

আক্রমণ হলে পাল্টা আক্রমণ করতে হবে : গ‌য়েশ্বর

প্রথম নিউজ, ঢাকা: আক্রমণের শিকার হলে পাল্টা আক্রমণ ছাড়া বিকল্প কোনও পথ খোলা নেই ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসের প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুবদল।

গয়েশ্বর বলেন, আক্রমণের বিপরীতে পাল্টা আক্রমণ ছাড়া বিকল্প কোনও পথ খোলা নেই। মারই খাওয়া একমাত্র কাজ নয়। রক্ত দিয়ে প্রতিবাদের খাতায় নাম লেখালে হবে না। জনগণের বিপক্ষে কথা বললে প্রয়োজনে কারও রক্ত দিয়ে বাধা দিতে হবে।

তিনি আরও বলেন, আমার এইটুকু কথা, বাধা আসলে পাল্টা বাধা দিতে হবে। আক্রমণ হলে পাল্টা আক্রমণ করতে হবে। পাল্টা আক্রমণের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না সঞ্চালয়না সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন,মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির আহবায়ক আব্দুস সালাম, উত্ত‌রের আহবায়ক  আমান উল্লাহ আমান, যুবদ‌লের সা‌বেক সভাপ‌তি সাইফুল আলম নিরব প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom