আইনজীবী পরীক্ষার রি-রেজিস্ট্রেশন বন্ধ হচ্ছে ২৫ সেপ্টেম্বর
প্রথম নিউজ, ঢাকা : আগামী ২৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী দুই সপ্তাহের জন্য বন্ধ হচ্ছে নিম্ন আদালত-অনলাইন-রেজিস্ট্রেশন লিংক। এর ফলে ২৫ সেপ্টেম্বরের পরে বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তি পরীক্ষার অনলাইন রি-রেজিস্ট্রেশন করা যাবে না।
বার কাউন্সিল সূত্রে এ তথ্য জানা গেছে।
কাউন্সিল জানিয়েছে, আইনজীবী অন্তর্ভুক্তি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলেও ২৫ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন-বিধিমালা সাপেক্ষে অনলাইনে (http://bar.teletalk.com.bd) সংশ্লিষ্টদেরকে রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে এবং ২৬ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে হার্ডকপি বার কাউন্সিলে যথানিয়মে জমা দিতে হবে।
এর আগে ২০ আগস্ট থেকে ফরম পূরণ শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পরে এক বিজ্ঞপ্তিতে আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণের সময় বাড়িয়ে আগামি শনিবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত করা হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির নৈর্ব্যক্তিক পরীক্ষার চলমান অনলাইন ফরম পূরণ কার্যক্রম নির্ধারিত ওয়েবসাইটে (http://bar.teletalk.com.bd) ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশনের কারণে আসন্ন এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী যে সব প্রার্থীকে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে, সেসব প্রার্থীর জন্য পিউপিলেজ রেজিস্ট্রেশন লিংক পুনরায় উন্মুক্ত করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।