আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের পদক্ষেপ কী

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের পদক্ষেপ কী

প্রথম নিউজ, অনলাইন:   বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রথম ১০০ দিনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জের মুখে পড়েছে। পুলিশে অনুপস্থিতি ও পরিস্থিতির পরিবর্তনের সুযোগে অপরাধ বৃদ্ধি পেয়েছে- বিশেষ করে ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডে। ইজিবাইক চালকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কারণ তাদের গাড়ি ছিনতাই করা হচ্ছে এবং অনেক চালক নিহত হচ্ছেন। সাধারণ মানুষ সরকারের কাছে কঠোর পদক্ষেপ দাবি করছেন। পাশাপাশি, গণপিটুনি ও বিচার বহির্ভূত হত্যার ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে। 

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন জানান, ৫ আগস্টের পর এক মাসের মতো পুলিশের অনুপস্থিতি অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এখন সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে টহল এবং পুলিশিং চলছে।

তিনি বলেন, নিয়মিত পুলিশিংটা আমি আসার আগ পর্যন্ত বন্ধই ছিল। সেপ্টেম্বরের ৭ তারিখে আমি জয়েন করার পর আস্তে আস্তে পুলিশিংটা দৃশ্যমান হয়েছে। এখন আমরা ফুল ফিল্ডওয়ার্কে আছি। আগে চারটা টহল বের হতো এখন যানবাহন সংকটে দুইটা টহল বের হয়। একটা ভাড়া নেই আরেকটা সরকারি গাড়ি আছে। থানার গাড়িতো পুড়ায় দিছে অনেকগুলো। 

রাজধানী ঢাকার মধ্যে মোহাম্মদপুর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি সবচেয়ে আলোচিত হয়েছে । সেখানে বিহারী ক্যাম্পে খুনোখুনি, প্রকাশ্যে ছিনতাই, ডাকাতি, সশস্ত্র মহড়ার ঘটনা ঘটেছে।