আইওএম মিশনপ্রধানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
সোমবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রথম নিউজ, ঢাকা : বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) মিশনপ্রধান আব্দুসাত্তর ইসোয়েভ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা রোহিঙ্গা ও জলবায়ু উদ্বাস্তুদের নিয়ে আলোচনা করেন। সোমবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আইওএম মিশনপ্রধান বাংলাদেশের সঙ্গে সংস্থার সম্পর্কের সূত্রপাত থেকে আজ পর্যন্ত কার্যক্রমের বৃত্তান্ত সংক্ষেপে তুলে ধরেন। মন্ত্রী আইওএমকে ধন্যবাদ জানান এবং বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারে তাদের স্বদেশে দ্রুত প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে বর্ণনা করেন। পাশাপাশি তিনি জলবায়ু পরিবর্তনের কারণে স্থানচ্যুতদের বিষয়ে আইওএমের দৃষ্টি আকর্ষণ করেন। আইওএম মিশন প্রধান এ বিষয়গুলোতে তাদের জোর তৎপরতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।