অস্ট্রেলিয়ায় জামিন পেলেন আইএস বধূ মারিয়াম
স্থানীয় সময় শুক্রবার তাকে জামিন দেওয়া হয়। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে অস্ট্রেলিয়ার পুলিশ।
প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া ৩১ বছর বয়সি মারিয়াম রাদকে জামিন দিয়েছেন অস্ট্রেলিয়ার একটি আদালত। স্থানীয় সময় শুক্রবার তাকে জামিন দেওয়া হয়। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে অস্ট্রেলিয়ার পুলিশ। খবর দ্যা হেরাল্ড সানের। আইএসে যোগ দিতে ২০১৪ সালে স্বেচ্ছায় স্বামীর সঙ্গে সিরিয়ায় যান মারিয়াম। ধারণা করা হচ্ছে, ২০১৮ সালে মারিয়ামের স্বামী সিরিয়ায় মারা গেছেন। অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী, সরকারঘোষিত সন্ত্রাসীদের এলাকায় থাকলে ১০ বছরের জেল হতে পারে। রাদের জামিনের শর্তে বলা হয়, তাকে প্রত্যেক সোমবার পুলিশের কাছে পাসপোর্ট জমা দিতে হবে। কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখা যাবে না।
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আল রোজ ক্যাম্প থেকে গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় ফেরেন রাদ। ওই সময় তার সঙ্গে আরও ১৬ নারী ও শিশুকে সিরিয়া থেকে ফিরিয়ে আনে অস্ট্রেলীয় সরকার। আগামী ১৫ মার্চ অস্ট্রেলিয়ার আদালতে তাদের বিচার শুরু হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews