অর্জিত হয়নি রফতানির টার্গেট, কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী
প্রথম নিউজ, ঢাকা : সদ্যসমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছরে রফতানির যে টার্গেট ঠিক করেছিল সরকার তা অর্জিত হয়নি। টার্গেট ছিল ৫৮ বিলিয়ন ডলার। কিন্তু গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ নানা প্রতিকূলতার কারণে এর ১২ থেকে ১৩ শতাংশ অর্জন করা সম্ভব হয়নি। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই তথ্য জানিয়েছেন।
আজ বুধবার (১২ জুলাই) সচিবালয়ে নিজের দফতরে সাংবাদিকদের তিনি এই কথা জানান। রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী।
তিনি বলেন, গেলবারের (সদ্যসমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছরে) রফতানির টার্গেট ছিল ৫৮ বিলিয়ন ডলার। সেখানে অর্জন ছিল সাড়ে ৫৫ বিলিয়ন ডলারের। গ্যাস-বিদ্যুতের কারণে পুরোপুরি লক্ষমাত্রা অর্জন হয়নি। তবে আগের অর্থবছরের (২০২১-২০২২) তুলনায় অর্জন ৭ শতাংশ বেশি হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, এবার (২০২৩-২০২৪ অর্থবছর) রফতানির লক্ষ্যমাত্রা ৬২ বিলিয়ন ডলার। গেলবারের চেয়ে সাড়ে ১১ ভাগ বেশি। এটা পণ্য খাতে। আর সেবাখাতে ১০ বিলিয়ন টার্গেট। সবমিলিয়ে ৭২ বিলিয়ন ডলার। এবার যদি গ্যাস-বিদ্যুৎ ঠিকভাবে পাওয়া যায় তাহলে রপ্তানির এই টার্গেট অর্জন সম্ভব হবে।
রফতানির লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশ নিটওয়্যার মেনুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমই) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, রফতানির লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্যাস ও বিদ্যুৎ। এগুলো না পেলে রফতানি ১০ শতাংশ কম হতে পারে। এখন এখন প্রতিমাসে জ্বালানির দাম বাড়ছে। আমরা গ্যাসের ক্ষেত্রে প্রণোদনা চাই। এছাড়া কাস্টমস ও এনবিআরে সমস্যা আছে। মাল আটকে রাখে। ভ্যাটের জ্বালাতন আছে। কথা নেই, বার্তা নেই মাল আটকে রাখে। ব্যালেন্সশিট চাওয়াও একটা ঝামেলা হয় ওদের সঙ্গে। তিনি এসব সমস্যার সমাধান চান সরকারের কাছে