বিভাগীয় শহরগুলোয় খেলাফত মজলিসের সমাবেশ

বিভাগীয় শহরগুলোয় খেলাফত মজলিসের সমাবেশ

প্রথম নিউজ, ঢাকা : নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ চলমান রাজনৈতিক সংকট নিরসনে ঘোষিত ৮ দফা দাবি আদায়ে আগামীকাল (১৩ জুলাই) বৃহস্পতিবার থেকে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ শুরু করতে যাচ্ছে খেলাফত মজলিস। এদিন রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

খেলাফত মজলিস জানিয়েছে, ১৪ জুলাই দেওয়ানহাট মোড়ে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ, ১৫ জুলাই মাইজদী প্রেসক্লাব চত্বরে নোয়াখালী জোন সমাবেশ, ১৫ জুলাই শহীদ মিনার চত্বরে রংপুর বিভাগীয় সমাবেশ, ২০ জুলাই টাউন হল ময়দানে কুমিল্লা জোন সমাবেশ, ২১ জুলাই টাউন হল চত্বরে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ, ২২ জুলাই টাউন হল চত্বরে বরিশাল বিভাগীয় সমাবেশ, ২২ জুলাই রেজিস্ট্রি মাঠে সিলেট বিভাগীয় সমাবেশ, ২৭ জুলাই ডাকবাংলা চত্বরে খুলনা বিভাগীয় সমাবেশ এবং সর্বশেষ ২৯ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কে ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।


সমাবেশগুলোতে খেলাফত মজলিসের কেন্দ্রীয়, জেলা ও সহযোগী সংগঠনগুলোর নেতারা বক্তব্য রাখবেন।

দলটির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের নির্বিঘ্নে সমাবেশ করতে প্রশাসনকেও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।