অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় হৃতিক

অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় হৃতিক

প্রথম নিউজ, ঢাকা: বলিউডের জনপ্রিয় নায়ক হৃতিক রোশন। ইতোমধ্যেই ইন্ডাস্ট্রিতে পার করেছেন দুই যুগেরও বেশি সময়। ২০০০ সালে ‘কহো না প্যার হ্যায়’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রেখেই বাজিমাত করেছিলেন তিনি। প্রথম সিনেমাতেই দর্শকদের মনে দাগ কেটেছিলেন এই হিরো। এবার অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় নিজেকে যুক্ত করেছেন হৃতিক।

তিনি এবার ক্যামেরার নেপথ্যের কাজেও মন দিয়েছেন। সম্প্রতি একটি সংস্থার বিজ্ঞাপনের ভিডিও পরিচালনা করেছেন ‘গ্রিক গড’ খ্যাত এই অভিনেতা। তার নতুন এ পরিচয়ের কথা জানতে পেরে ভীষণ আনন্দিত ভক্তরা। নিজের জনপ্রিয়তার কারণে একাধিক সংস্থার মডেল হওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনে কাজের চুক্তিও রয়েছে হৃতিকের। সম্প্রতি এমন একটি সংস্থার হয়ে তাদের বিজ্ঞাপন পরিচালনা করেছেন এই তারকা।

জানা গেছে, গেল ২৫ বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। যে বিজ্ঞাপন তিনি পরিচালনা করেছেন, সেই বিজ্ঞাপনের মাধ্যমেই হৃতিকের সঙ্গে ২৫ বছরের পথচলা উদযাপন করতে যাচ্ছে সংস্থাটি।

প্রসঙ্গত, ২০২৪ সালের আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে হৃতিকের পরবর্তী সিনেমা ‘ফাইটার’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধেছেন হৃতিক। ইতোমধ্যে মুক্তি পেয়েছে সিনেমার প্রথম ঝলকও।