অবরোধের সমর্থনে ছাত্রদলের মিছিল
প্রথম নিউজ, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে দশম ধাপে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
অবরোধের প্রথম দিনে বুধবার দুপুরে গুলশান-১ থেকে গুলশান-২ অভিমুখে মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা কয়েকটি গাড়িও ভাঙচুর করেন।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম-সম্পাদক এম এম মুসা, রিয়াদ রহমান, মনজুরুল আলম রিয়াদ, জকির উদ্দিন আবির, রেহানা আক্তার শিরিন, সহ-সাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের, জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলী সুজার, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. মো. মাহবুব শেখ, কেন্দ্রীয় সদস্য মো. সাহেদ হাসান, মোবারক হোসেনসহ ঢাকার বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতা ও কর্মীরা।