অব্যবহৃত সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন
বিটিআরসির পক্ষ থেকে গ্রামীণফোনকে অব্যবহৃত সিম বিক্রির এ সুযোগ দেওয়া হয়
প্রথম নিউজ, ঢাকা: গ্রামীণফোনের সিম বিক্রিতে যে নিষেধাজ্ঞা ছিল, তা আংশিকভাবে প্রত্যাহার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রতিষ্ঠানটির অব্যবহৃত সিম বিক্রির সুযোগ দিয়েছে সংস্থাটি। তবে নতুন সিম বিক্রির অনুমোদন এখনো পায়নি গ্রামীণফোন।
বিটিআরসির পক্ষ থেকে গ্রামীণফোনকে অব্যবহৃত সিম বিক্রির এ সুযোগ দেওয়া হয়। এর আগে গত জুনের শেষ দিকে গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। যার কারণে আড়াই মাসের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি তাদের সিম বিক্রি করতে পারেনি।
এ বিষয়ে বিটিআরসি জানায়, নিজেদের কাছে থাকা অব্যবহৃত সিম বিক্রির সুযোগ পাবে গ্রামীণফোন। সেবার মান উন্নত হওয়ার পর নতুন সিন বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হবে। সেবার মান নিয়ে প্রশ্ন থাকায় গত জুন মাসে গ্রামীণফোনের সিম বিক্রিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করে বিটিআরসি।
বিটিআরসির হিসাব অনুযায়ী, দেশে গত জুলাই মাসের শেষে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল ৮ কোটি ৪০ লাখ ৮০ হাজার। যা জুন মাসের তুলনায় প্রায় ৭ লাখ কম। দেখা যাচ্ছে, সিম বিক্রিতে নিষেধাজ্ঞার পর গ্রামীণফোনের গ্রাহক কমেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews