অনিয়ম ও দুর্নীতি : দুদকের ৪ অভিযান
প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামে ট্রেনে, ইউপি উন্নয়ন প্রকল্প, উপজেলা নির্বাচন অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পৃথক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২২ অক্টোবর) দুদকের চট্টগ্রাম, রংপুর, নোয়াখালী ও নওগাঁ অফিসের এনফোর্সমেন্ট ইউনিট থেকে ৪টি পৃথক অভিযান পরিচালনা করে অধিকাংশ অভিযোগেরই প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে সোমবার (২৩ অক্টোবর) দুদকের জনসংযোগ দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।
দুদক জানায়, বিজয় এক্সপ্রেস ট্রেনসহ চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনে অনিমের বিষয়ে দুদকের চট্টগ্রাম-১ অফিস থেকে অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম দেখতে পায়, বিজয় ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে প্রায় দেড় ঘণ্টা দেরিতে ছেড়ে যায়। ক্যাটারিংয়ের বেয়ারারা পরোক্ষভাবে খাবার বগি, নামাযের কক্ষে টিকিটবিহীন যাত্রী বসিয়ে টাকা আদায় করা, খাবারের মূল্য তালিকা না পাওয়া, রেলওয়ে পুলিশ সদস্য ও অ্যাটেনডেন্টদের টাকার বিনিময়ে টিকিটবিহীন যাত্রী নেওয়ার প্রমাণ পাওয়া যায়।
অন্যদিকে ২০২১-২২ অর্থবছরের ইউপি উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ইউড্রেন নির্মাণ প্রকল্প দেখিয়ে সরকারি বরাদ্দ করা টাকা আত্মসাতের অভিযোগে দুদকের রংপুর অফিস থেকে আরও একটি অভিযান পরিচালনা করে। ইউপি সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ যাচাই-বাছাই করতে এনফোর্সমেন্ট টিম রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন পরিষদভুক্ত ওই ইউড্রেন পরিদর্শন করে এবং ইউপি চেয়ারম্যান, স্থানীয় ব্যক্তি এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র তলব করেছে। রেকর্ডপত্র সংগ্রহ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তীতে কমিশন বরাবর দাখিল করা হবে বলে জানা গেছে।
এক ব্যক্তির মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দেখিয়ে জাতীয় পরিচয়পত্র করে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃতীয় অভিযান পরিচালনা করে দুদকের নোয়াখালী অফিস। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানা গেছে।
নওগাঁর কৃষ্ণপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ভূমি উন্নয়ন কর আদায়ে ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের নওগাঁ অফিস থেকে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় সংগ্রহ করা হয়েছে। রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানা গেছে।