অনেক মানুষ এখনো তিন বেলা খেতে পারে না: গোলাম রহমান

বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট মানিক মিয়া এভিনিউয়ে রাজধানী উচ্চবিদ্যালয়ে স্কুলপর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সচেতনতাবিষয়ক ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বত্তৃদ্ধতায় তিনি এ কথা বলেন।

অনেক মানুষ এখনো তিন বেলা খেতে পারে না: গোলাম রহমান

প্রথম নিউজ, অনলাইন: দেশের স্বাধীনতা যুদ্ধের পর প্রায় ৮০ শতাংশ মানুষই ঠিকমতো খেতে পারত না। এখন দেশে মানুষের সংখ্যা ১৭ থেকে ১৮ কোটি। সরকারের নানা চেষ্টায় শতাংশের হিসাবে খাদ্য নিরাপত্তা অর্জন করা গেছে। তারপরও দেশের অনেক মানুষ ৩ বেলা পেট ভরে খেতে পারে না বলে জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান।