অনেক দেশেই এখন বেগম পাড়া হচ্ছে: পীর ফজলুর রহমান
বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পীর ফজলুর রহমান এসব কথা বলেন।
প্রথম নিউজ, ঢাকা: জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেছেন, আগে শোনা যেত কানাডায় বেগমপাড়া। এখন পৃথিবীর অনেক দেশেই বেগমপাড়া হচ্ছে। শুধু রাজনীতিবিদ নয়, সরকারি কর্মকর্তারাও বিদেশে বাড়ি কিনছেন। বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পীর ফজলুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, দেশ থেকে টাকা যাচ্ছে সুইস ব্যাংকে। কানাডা, দুবাইয়ে অনেকে ১০–২০টা বাড়ি কিনছেন। দেশ থেকে টাকা পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না।
জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুর্নীতিতে জড়িয়ে পড়েন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তদন্ত করে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা নেয় না। হজ প্যাকেজে খরচ কমানোরও দাবি জানান তিনি। জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, সবাই উন্নয়নের কথা বলেন। কিন্তু কিছু নেতা উন্নয়ন দেখেন না। তারা মাঝেমধ্যে এলাকায় যান। তারা আওয়ামী লীগের নেতা, ভবিষ্যতে নির্বাচন করতে চান। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও প্রকল্প ব্যয় বৃদ্ধির সমালোচনা করে পীর ফজলুর রহমান বলেন, প্রকল্পের মেয়াদ বাড়লে ব্যয়ও বাড়ে। এর সঙ্গে দুর্নীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত।
তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, বিএনপি–জামায়াত যত ষড়যন্ত্র করুক, নির্বাচন করুক আর না করুক, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন এবং তিনি নিজেও তরীকত ফেডারেশন থেকে সংসদ সদস্য হবেন, এতে কোনো ভুল নেই। তিনি শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নজিবুল বশর দাবি করেন, আগামী আগস্ট মাস থেকে বিএনপি–জামায়াত আবার খুনোখুনি শুরু করবে। তাদের ষড়যন্ত্র সেইভাবে এগিয়ে যাচ্ছে। তারা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে দেশটাকে অন্যদিকে নিয়ে যেতে চায়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: