অতিরিক্ত ডিআইজিসহ ১২ কর্মকর্তাকে বদলি
প্রথম নিউজ, ঢাকা : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ও পুলিশ সুপার পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের পুলিশ সুপার ও উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়।
পদায়ন/বদলি করা পুলিশ কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে>>>