অতনুর নতুন ছবিতে জীবনবোধের সন্ধান, প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক

নতুন ছবি ‘আরো এক পৃথিবী’। পরিচালকের কাছে নতুন চ্যালেঞ্জ। খোলসা করলেন পরিচালক অতনু ঘোষ।

অতনুর নতুন ছবিতে জীবনবোধের সন্ধান, প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক
‘আরো এক পৃথিবী’ ছবির একটি দৃশ্যে তাসনিয়া ও কৌশিক। ছবি: সংগৃহীত

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : চার জন প্রবাসী বাঙালি। চার জনের জীবনেই রয়েছে রহস্য। প্রেক্ষাপট লন্ডন শহর। এ ভাবেই তাঁর নতুন ছবিকে তৈরি করেছেন পরিচালক অতনু ঘোষ। নাম ‘আরো এক পৃথিবী’। মুখ্য চরিত্রে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, অনিন্দিতা বসু এবং বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি এই ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ্য এল। অতনু বলছিলেন, ‘‘এত দিন যে ধরনের ছবি করেছি তুলনায় এই ছবিটা আমার জন্য একটা নতুন মোড়। আমি খুবই উৎসাহী।’’ তাসনিয়া ঢালিউডের পরিচিত মুখ। মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’ এবং চঞ্চল চৌধুরী অভিনীত ‘কারাগার’— এই দুই ওয়েব সিরিজের দৌলতে এ পার বাংলাতেও তিনি এখন পরিচিত মুখ। পরিচালকের কথায়, ‘‘ফারুকীর সিরিজটা দেখেই আমার তাসনিয়াকে পছন্দ হয়। তার পর যোগাযোগ করি। এটা কিন্তু ওর প্রথম ছবি হতে চলেছে। আর সেটা কলকাতা থেকে হয়েছে বলে আমার আরও ভাল লাগছে।’’ গত মে-জুন মাস নাগাদ লন্ডনে ছবির শুটিং সেরেছিলেন অতনু। উল্লেখ্য, এই ছবিতে ব্রিটিশ, আমেরিকান, উজবেকিস্তান, চিন, কোরিয়া, রাশিয়া— এ রকম এক ঝাঁক বিদেশি অভিনেতারা রয়েছেন। কোনও এক কারণে গল্পে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যখন তাসনিয়ার চরিত্রটিকে চার-পাঁচ দিন এদের সঙ্গে কথপোকথন চালাতে হয়। পরিচালক বললেন, ‘‘এঁরা প্রত্যেকেই কিন্তু অনেকটা সময় জুড়ে পর্দায় রয়েছেন। এর আগে কোনও বাংলা ছবিতে এ রকম হয়েছে বলে মনে হয় না। ওঁদের প্রত্যেকের ইংরিজি বলার ধরন আলাদা বলে ডাবিং করিনি। সিঙ্ক সাউন্ড ব্যবহার করেছি।’’

এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। দু’জনেরই একসঙ্গে কাজ করার ইচ্ছা দীর্ঘ দিনের। অতনুর কথায়, ‘‘আমি ওকে বলেছিলাম এমন একটা চরিত্রে কাস্ট করব, যেটা দর্শক মনে রাখবেন। অবশেষে এ বারে সেই সুযোগটা পেলাম।’’ এক জন পরিচালক হিসেবে আর এক জন পরিচালককে পরিচালনা করা কতটা কঠিন? অতনুর কথায়, ‘‘অ্যাকশন থেকে কাট-এর মাঝে কৌশিক যেন নিজের সঙ্গে কথা বলে। এতটাই শক্তিশালী। এ ছাড়া ওর জীবনবোধ থেকে যে কোনও সংলাপকে ও জীবন্ত করে তুলতে পারে।’’ এসকে মুভিজ প্রযোজিত ছবিটি মুক্তি পাবে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom