৭ বছর পর সৌদি গেল ইয়েমেনি হজ ফ্লাইট
ইরানি গণমাধ্যমে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সোমবার ও মঙ্গলবার সানা থেকে আরও দুটি ফ্লাইট সৌদির উদ্দেশে ছেড়ে যাবে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: দীর্ঘ সাত বছর পর সৌদি আরবে হজ করতে গেলেন ইয়েমেনিরা। প্রথমবারের মতো শনিবার ইয়েমেনের রাজধানী সানা থেকে সৌদি আরবের উদ্দেশে একটি বাণিজ্যিক ফ্লাইট ছেড়ে যায়। ফ্লাইটটিতে ২৭৭ ইয়েমেনি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া ও আরব নিউজ এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের পর এই প্রথম সানা থেকে সৌদি আরবে গেছে কোনো ফ্লাইট।
সম্প্রতি ইয়েমেন যুদ্ধ বন্ধের অংশ হিসেবে আন্তর্জাতিক উদ্যোগের আওতায় বিমান চলাচল শুরু হয়েছে দুই দেশের মধ্যে। ইরান সমর্থিত ইয়েমেনের শিয়াপন্থি হুতি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানার নিয়ন্ত্রণ নিলে ২০১৫ সালে ইয়েমেনে আগ্রাসন শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট। তখন থেকেই সানার সঙ্গে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। ইরানি গণমাধ্যমে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সোমবার ও মঙ্গলবার সানা থেকে আরও দুটি ফ্লাইট সৌদির উদ্দেশে ছেড়ে যাবে।
সৌদি আরবের প্রতিবেশী দেশ ইয়েমেন। দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে দরিদ্র মুসলিম দেশটির মানুষ এখন নানা সংকটে ভুগছে। জাতিসংঘ একাধিকবার সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে।
অবশ্য সাম্প্রতিক সময়ে যুদ্ধ বন্ধের জন্য নানা আন্তর্জাতিক তৎপরতা চলছে। বিশেষ করে, চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যকার বৈরিতার অবসানের পর ইয়েমেনেও শান্তির সুবাতাস বইছে। ইতোমধ্যে যুদ্ধের অবসান ঘটাতে ওমানের একটি প্রতিনিধিদল সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানা সফর করেছে।