৭ উইকেটের জয় বাংলাদেশের
আইরিশদের দেয়া ১৩৮ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে ২৭.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে টাইগাররা।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্টে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। আইরিশদের দেয়া ১৩৮ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে ২৭.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেন মুশফিকুর রহীম। ৪৮ বলে ৭ বাউন্ডারিতে ৫১* রানের ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। ২০ রান নিয়ে অপরাজিত ছিলেন মুমিনুল হক। ওপেনার তামিম ইকবাল ৩১ রান করেন। লিটন দাসের সংগ্রহ ২৩ রান। নাজমুল হোসেন শান্ত ৪ রান করেন।
জয়ের জন্য ৪৯ রান প্রয়োজন বাংলাদেশের
আয়ারল্যান্ডের দেয়া ১৩৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৯ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য মাত্র ৪৯ রান প্রয়োজন টাইগারদের। তামিম ইকবাল ৪৮ বলে ২ বাউন্ডারিতে ২৪* এবং মুশফিকুর রহীম ২০ বলে ৫ বাউন্ডারিতে ২৯* রান নিয়ে ক্রিজে আছেন।
ফের ব্যর্থ শান্ত
প্রথম ইনিংসে গোল্ডেন ডাক মারেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারলেন না টাইগার ব্যাটার। ফিরলেন মাত্র ৪ রানে। ১৪.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৩ রান। ৪৪ বলে ২ বাউন্ডারিতে ২৩* রানে ক্রিজে আছেন তামিম ইকবাল। জয়ের জন্য ৫৪ রান প্রয়োজন বাংলাদেশের।
২৩ রানে ফিরলেন লিটন
রান তাড়ায় দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে দলীয় ৩২ রানে প্রথম উইকেট হারালো বাংলাদেশ। ৫ম ওভারের শেষ ওভারে মার্ক অ্যাডায়ারের শিকার হন লিটন দাস। সাজঘরে ফেরার আগে ১৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৩ রান করেন টাইগার ওপেনার। ৬.৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৮ রান। জয়ের জন্য প্রয়োজন ১০০ রান।
১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। সফরকারী দলের দেয়া ১৩৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে বিনা উইকেটে ২৭ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য ১১১ রান প্রয়োজন টাইগারদের।
২৯২ রানে অলআউট আয়ারল্যান্ড
একমাত্র টেস্টের তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২৮৬ রান তোলে আয়ারল্যান্ড। চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ৯ ওভারে দলীয় সংগ্রহে মাত্র ৬ রান যোগ করে অলআউট হয় আইরিশরা। দ্বিতীয় ইনিংসে ২৯২ রান তোলা আয়ারল্যান্ড টাইগারদের ১৩৮ রানের টার্গেট দিয়েছে।
প্রথম আঘাত ইবাদতের
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেছে আয়ারল্যান্ড। দিনের শুরুতেই অ্যান্ডি ম্যাকব্রায়ানকে ফেরালেন টাইগার পেসার ইবাদত হোসেন। ১১১.২ ওভারে বোল্ড হওয়ার আগে ১৫৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭২ রান করেন ম্যাকব্রায়ান। ৯ উইকেট হারিয়ে ২৯০ রান আইরিশদের। লিড নিয়েছে ১৩৫ রানের।