'৭ই জানুয়ারি দেশের বারোটা বাজার এলার্ম বেজে উঠবে'

'৭ই জানুয়ারি দেশের বারোটা বাজার এলার্ম বেজে উঠবে'

প্রথম নিউজ, অনলাইন: ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের পৌনে বারোটা বেজে গেছে। আমার মনে হয় আগামী ৭ই জানুয়ারি দেশের বারোটা বাজার এলার্ম বেজে উঠবে। শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ‘জাতিসত্তার বিরোধী শিক্ষা কারিকুলাম পরিবর্তন করো ও একতরফা পাতানো নির্বাচন বাতিলের দাবি’তে আয়োজিত এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দেশে ভোট দেয়া লাগবে না, নির্বাচনের আগেই ভোট দেয়ার পরিস্থিতি চলছে। আবার শিক্ষা কমিশনের পরীক্ষা দেয়া লাগবে না অটো পাস হয়ে যাবে। তারমানে জনগণের ইচ্ছার বিরুদ্ধে পরিকল্পিতভাবে এদেশের মানুষকে ধ্বংস করার পায়তারা চলছে। এ ধরনের শিক্ষা ক্রম আমরা বাতিল চাই।