৪১ মিলিয়ন ইউরোয় বায়ার্ন মিউনিখে সাদিও মানে

ফুটবলের খ্যাতনামা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর জানান, ইতোমধ্যেই বায়ার্ন মিউনিখের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন মানের প্রতিনিধিরা।

৪১ মিলিয়ন ইউরোয় বায়ার্ন মিউনিখে সাদিও মানে
৪১ মিলিয়ন ইউরোয় বায়ার্ন মিউনিখে সাদিও মানে

প্রথম নিউজ, ডেস্ক : বেশ কিছুদিন ধরেই চলছে সাদিও মানের লিভারপুল ত্যাগের গুঞ্জন। গত মে মাসে স্কাই স্পোর্টস খবর দেয়, চুক্তি নবায়নের ক্ষেত্রে মোহাম্মদ সালাহর ন্যায় প্রাধান্য না পাওয়ায় নতুন ঠিকানা খুঁজছেন সেনেগালিজ তারকা। সময়ের সঙ্গে সেই সম্ভাবনা হয়েছে জোরদার। এবার গুঞ্জন নিল বাস্তব রূপ। ৪১ মিলিয়ন ইউরোয় অ্যানফিল্ড ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন মানে। খবর স্কাই স্পোর্টসের।  সম্প্রতি ৬ কোটি ৪০ লাখ পাউন্ড দিয়ে বেনফিকার উরুগুইয়ান ফরোয়ার্ড দারউইন নুনেজকে দলে ভেড়ায় লিভারপুল। তখনই মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে, লিভারপুলও মানেকে ছাড়তে প্রস্তুত। স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে বায়ার্ন মিউনিখের ক্রীড়া পরিচালক হাসান সালিহামিদিচ বলেন, ‘হ্যাঁ, সে আসছে।’ ফুটবলের খ্যাতনামা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর জানান, ইতোমধ্যেই বায়ার্ন মিউনিখের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন মানের প্রতিনিধিরা। আগামী তিন বছর অ্যালিয়াঞ্জ অ্যারেনায় খেলবেন সেনেগালিজ তারকা। এবারই প্রথম নয় এর আগে দুদফা মানেকে ভেড়ানোর চেষ্টা চালায় বায়ার্ন মিউনিখ। প্রথমবার ২৫+৫ মিলিয়ন এবং দ্বিতীয়বার ২৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েও অলরেডদের সাড়া পায়নি বাভারিয়ানরা।

তৃতীয় চেষ্টায় ৪১ মিলিয়ন ইউরোয় মন গলেছে লিভারপুলের। এরমধ্যে লিভারপুল নির্দিষ্ট ৩২ মিলিয়ন ইউরো পাবে। এছাড়াও অতিরিক্ত আরো ৬ মিলিয়ন পাবে। তার সঙ্গে ব্যক্তিগত ও দলগত অর্জনের দিক দিয়ে পাবে আরো ৩ মিলিয়ন ইউরো।২০১৬ সালে ৩ কোটি ৪০ লাখ পাউন্ডে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন তিনি। লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬৯ ম্যাচে ১২০ গোল করেছেন মানে। এই মৌসুমে সেনেগালের হয়ে জিতেছেন আফ্রিকান কাপ অব নেশনসের শিরোপাও। ক্লাবের হয়ে লীগ কাপ ও এফএ কাপের শিরোপাও জিতেছেন সদ্য সমাপ্ত হওয়া মৌসুমে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom