৩ ওভারে ৩ উইকেট নেই বাংলাদেশের
প্রথম নিউজ, ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন লিটন দাস। ইনিংসের তৃতীয় বলেই মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে ফেরেন লিটন। দলীয় ১ রানে ফেরেন এ ওপেনার।
এরপর দ্বিতীয় ওভারে জশ হ্যাজলউডের বলে বোল্ড হয়ে ফেরেন সৌম্য সরকার। ৮ বলে ৫ রান করে ফেরেন তিনি।
বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া।
এ ম্যাচ বাংলাদেশের নিয়মরক্ষার বলা হলেও দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। জিতে গেলে বাংলাদেশের নামের পাশে দুটি পয়েন্ট যোগ হবে। প্রাইজমানি কিছুটা বাড়বে। র্যাংকিংয়ে অবনমন ঠেকানো যাবে। আর হারলে পূর্ণ হবে ব্যর্থতার ষোলোকলা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: