২০২৪ সালের জি-২০ সম্মেলনে গ্রেফতার হবেন পুতিন?

শনিবার দিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে ফার্স্টপোস্ট নিউজ শোতে লুলা বলেছেন, পুতিনকে আগামী বছরের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।

২০২৪ সালের জি-২০ সম্মেলনে গ্রেফতার হবেন পুতিন?

প্রথম নিউজ, অনলাইন: দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। এই সংস্থার পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। ২০২৪ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নিলে গ্রেফতার করা হবে না বলে আশ্বাস দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা।

শনিবার দিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে ফার্স্টপোস্ট নিউজ শোতে লুলা বলেছেন, পুতিনকে আগামী বছরের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। আর সেখানে অংশ নিলে তাকে গ্রেফতারের মুখে পড়তে হবে না। আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট পুতিন সহজেই ব্রাজিলে আসতে পারেন।

চলতি বছরের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইউক্রেন থেকে শত শত শিশুকে অবৈধভাবে রুশ ভূখণ্ডে নির্বাসনের জন্য যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।  এ অবস্থায় বিদেশের মাটিতে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া থেকে বিরত থাকছেন তিনি। 

সমালোচকরা বলছেন, গ্রেফতার এড়াতেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস এবং ভারতের দিল্লিতে শনিবার শুরু হওয়া জি-২০ সম্মেলনে অংশ নেননি তিনি। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা আরও বলেন, আগামী সম্মেলনের আগে রাশিয়ায় ব্রিকস ব্লকের দেশগুলোর একটি বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।