১ টাকা ১০ পয়সা করে লভ্যাংশ দেবে বসুন্ধরা পেপার

১ টাকা ১০ পয়সা করে লভ্যাংশ দেবে বসুন্ধরা পেপার

প্রথম  নিউজ, ঢাকা :  শেয়ারহোল্ডারদের ১ টাকা ১০ পয়সা করে লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পর্ষদ। অর্থাৎ শেয়ারপ্রতি ১ টাকা ১০ পয়সা করে মুনাফা দেবে।

এর আগের বছর শেয়ারহোল্ডারদের ১ টাকা করে লভ্যাংশ দিয়েছিল বসুন্ধরা পেপার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, বিদায়ী বছরের কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৬২ পয়সা। তাতে কোম্পানির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৪৫ কোটি ৫৩ লাখ ৩৩ হাজার ৫৭৫ টাকা। সেখান থেকে ১৭ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ৪৪১ শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডারদের মোট ১৯ কোটি ১১ লাখ ৭০ হাজার ৫৮৫ টাকা মুনাফা বাবদ লভ্যাংশ দেওয়া হবে। বাকি টাকা কোম্পানির রিজার্ভ ফান্ডে যোগ হবে।এর আগের বছর শেয়ারহোল্ডারদের ২০২২ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের বছর ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

২০১৮ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার রোববার (২৯ অক্টোবর) সর্বশেষ লেনদেন হয়েছে ৬২ টাকা ২০ পয়সায়। সোমবার (৩০ অক্টোবর) সকালে ১ টাকা ১০ পয়সা বেড়ে ৬৩ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।


পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানি বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর। ওইদিন বেলা ১১টায় ভার্চুয়ালি এজিএম অনুষ্ঠিত হবে। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

বিদায়ী বছরে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৭ টাকা ৫৪ পয়সা। যা ২০২২ সালে ছিল ৭৪ টাকা ৩১ পয়সা।