১০ দফা দাবিতে মোংলায় নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে

বাগেরহাটের মোংলাসহ সারাদেশের নৌবন্দরগুলোতে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। শনিবার (২৬ নভেম্বর) দিনগত মধ্যরাত থেকে এ কর্মবিরতি শুরু হয়।

১০ দফা দাবিতে মোংলায় নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে

প্রথম নিউজ,মোংলা: বাগেরহাটের মোংলাসহ সারাদেশের নৌবন্দরগুলোতে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। শনিবার (২৬ নভেম্বর) দিনগত মধ্যরাত থেকে এ কর্মবিরতি শুরু হয়।

বেতন/মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে এ কর্মবিরতি পালন করছেন সারাদেশের দুই লক্ষাধিক নৌযান শ্রমিক। এর ফলে রোববার সকাল থেকে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস ও পরিবহন বন্ধ রয়েছে। তবে বন্দরের নিজস্ব জেটি ও ইয়ার্ডের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, দাবি আদায়ে পশুর নদীতে থাকা শত শত নৌযানের কয়েক হাজার শ্রমিক কাজ ফেলে অলস বসে কর্মবিরতি পালন করছেন। স্থানীয় নৌযান শ্রমিকরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এ কর্মবিরতি অব্যাহত থাকবে।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু বলেন, মোংলার পশুর নদীতে যে শতশত নৌযান রয়েছে সেগুলো তারা নদীতে রেখে মোংলার আঞ্চলিক কার্যালয়ে জড়ো হচ্ছেন। এখান থেকে আলোচনা সাপেক্ষে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom