হুমায়ুন আজাদের উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণ
প্রথম নিউজ, ডেস্ক : কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, গবেষক এবং অধ্যাপক হুমায়ুন আজাদের উপন্যাস থেকে এবার নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। তার জন্য সাহিত্যিকের পরিবারের কাছ থেকে লিখিত অনুমতিও নিয়েছেন নির্মাণ সংশ্লিষ্টরা। আজাদের ‘১০,০০০, এবং আরও ১টি ধর্ষণ’- উপন্যাস থেকে সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা সোহেল রানা বয়াতি। উপন্যাসে একটি তরুণী ধর্ষণের শিকার হওয়ার পর পুনরায় সামাজিক-ধর্মীয়ভাবে নিপীড়ন ও নিগ্রহের শিকার হয় তা উপস্থাপিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আজাদকন্যা মৌলি। জানা গেছে, হুমায়ুন আজাদের উপন্যাস অবলম্বনে এর আগে আর কোনো সিনেমা তৈরি হয়নি। উপন্যাস থেকে সিনেমার জন্য চিত্রনাট্য করছেন অপূর্ণ রুবেল। তিনি বলেন, হুমায়ুন আজাদের লেখা অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস এটি।
অনেক দিনের ইচ্ছা এটিকে পর্দায় তুলে আনার। জানতাম, কাজটি অনেক কঠিন। তার চেয়েও কঠিন হবে পরিবারের সম্মতি। তবে বিস্ময়করভাবে এই আগ্রহটি প্রকাশের পর আজাদ পরিবারের পক্ষ থেকে আমরা যথেষ্ট উৎসাহ ও সাহস পেয়েছি। আমরা সিনেমাটি নির্মাণের অনুমতি পেয়েছি। শিগগিরই এর চরিত্রগুলো চূড়ান্ত করবেন নির্মাতা বয়াতি। দ্রুত সময়ের মধ্যে আমরা শুটিংয়ে যেতে চাই। এদিকে, সিনেমাটির কাস্টিং ও শুটিংয়ে নামা প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা বয়াতি বলেন, আরও একটু সময় চাই। কিছু চুক্তি ও টেকনিক্যাল বিষয় সমাধান করে বিস্তারিত জানাবো শিগগিরই।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: