হবিগঞ্জে রশিতে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ
নিহতরা হলেন- আব্দুর রউফ ও তার স্ত্রী আলেয়া আক্তার।
প্রথম নিউজ, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রাম থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (০৫ নভেম্বর) সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- আব্দুর রউফ ও তার স্ত্রী আলেয়া আক্তার।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টা বেজে গেলেও আব্দুর রউফ দম্পতি ঘরের দরজা না খোলায় সন্দেহ হয়। তখন একজন ঘরে ঢুকে দেখেন, স্বামী-স্ত্রীর মরদেহ রশিতে ঝুলে আছে। এ ঘটনার পর পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার কাজ শুরু করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: