হবিগঞ্জে গ্যাস ট্রান্সফরমেশন লাইনে বিস্ফোরণ, প্রকৌশলীসহ নিহত ৪

হবিগঞ্জে গ্যাস ট্রান্সফরমেশন লাইনে বিস্ফোরণ, প্রকৌশলীসহ নিহত ৪

প্রথম নিউজ, হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চার লিমিটেডের অভ্যন্তরে গ্যাস ট্রান্সফরমেশন লাইনে বিস্ফোরণে এক প্রকৌশলীসহ ৪ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বাহুবল থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভেঞ্চার লিমিটেডের অভ্যন্তরে গ্যাস ট্রান্সফরমেশন লাইনে বিস্ফোরণ হয়। এসময় এক প্রকৌশলীসহ ৪ শ্রমিক নিহত হন।’