হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত

মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর গুলিস্তানের মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ সাখাওয়াত হোসাইন নিলয় (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্ত্রী রুপা আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত এগারোটার দিকে নিলয়কে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রূপা আক্তার জানান, আমার স্বামী সিয়াম গ্রুপে চাকরি করেন। আজ রাতে আমরা মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলাম। পরে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসায় ফেরার পথে গুলিস্তান দিয়ে মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে আমার স্বামী গুরুতর আহত হয় ও আমিও সামান্য আহত হই। পরে পথচারীরা আহত অবস্থায় আমাদেরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিলয় চাঁদপুর জেলার কচুয়া থানার বুরজি হাজী বাড়ি গ্রামের আবু ইউসুফের সন্তান। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।