হাতি প্রতীক পেয়েছেন তৈমূর, বিশাল শোডাউন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার হাতি প্রতীক পেয়েছেন।

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার হাতি প্রতীক পেয়েছেন। প্রতীক গ্রহণের সময় তার দুপাশে দেখা গেছে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ বিএনপির জেলা ও মহানগরের নেতাকর্মীদের। মঙ্গলবার বেলা ১২টার দিকে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার। এর আগে বিপুল সংখ্যক লোকজন নিয়ে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আসেন তৈমূর আলম খন্দকার। এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর তৈমূর আলম খন্দকারের সমর্থকদের বিশাল মিছিল বের হয়।
এর আগে নৌকা প্রতীক পেয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি আওয়ামী লীগ করি বলেই আমাকে নৌকা প্রতীক দেয়া হয়েছে। আওয়ামী লীগ না করলে নৌকা প্রতীক পেতাম না। আজ থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলাম। মঙ্গলবার বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়ার পর তিনি এ কথা বলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: