হাতিরঝিল থেকে অজ্ঞাতনামা বৃদ্ধার মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ বেগুনবাড়ি আন্ডার পাশের নিচ থেকে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ

হাতিরঝিল থেকে অজ্ঞাতনামা বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ বেগুনবাড়ি আন্ডার পাশের নিচ থেকে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮মে) বিকেল সাড়ে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।


বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এস আই) মো. রুহুল আমিন। 

তিনি ঢাকা পোস্টকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই। প্রাথমিকভাবে ওই বৃদ্ধার নাম পরিচয় জানতে পারিনি। আমরা সিআইডির ক্রাইম সিনের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।