হাজারীবাগে নারীর মরদেহ উদ্ধার

রোববার (৩০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজারীবাগে নারীর মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর হাজারীবাগ থানাধীন সেকসন ফলের আরতের ভেতর থেকে অজ্ঞাত (৬০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, স্থানীয় লোকজনের মুখে জানতে পারি নিহত ওই বৃদ্ধা ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসআই বলেন, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।