সংসার ভাঙছে নয়নতারার, স্বামীকে করলেন আনফলো
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: দক্ষিণী সুপারস্টার নয়নতারার সংসার ভাঙার খবর মিলেছে। বিয়ের মাত্র দুই বছরের মাথায় স্বামী বিঘ্নেশ শিবনের সঙ্গে বিচ্ছেদের খবর ছড়িয়েছে। ইতোমধ্যেই ইনস্টাগ্রামে স্বামীকে ‘আনফলো’ করেছেন এই তারকা। শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও রহস্যময় বার্তা প্রকাশ করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘সে চলে গেল সারা জীবনের মতো। আর বললো, আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।’
ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কের পর ২০২২ সালে পরিচালক বিঘ্নেশ শিবনের গলায় মালা দেন নয়নতারা। ওই বছরেই সারোগেসির মাধ্যমে দুই যমজ সন্তানের মা হন অভিনেত্রী। এরপর গত বছরে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে জুটি বেধে ‘জওয়ান’ সিনেমায় বাজিমাত করেন এই তারকা।
মাসখানেক আগেও সবকিছু ঠিক ছিল এই দম্পতির। তবে হঠাৎ করেই তাদের সংসার কেন ভাঙনের সুর, সেটা স্পষ্ট নয় ভক্তদের কাছেও। কারণ সবশেষ ভালোবাসা দিবসেও স্বামীকে উদ্দেশ্য করে এক রোমান্টিক পোস্ট শেয়ার করেছিলেন নয়নতারা।
যেখানে তিনি লিখেছিলেন, ‘তোমাকে আমি কতটা ভালবাসি, তা তুমি কোনওদিনই বুঝতে পারবে না। কিন্তু আমি প্রতিদিনই তোমাকে আমার সেই ভালবাসার আঁচ ছোঁয়াব। দশ বছর তোমার সঙ্গে আমার এই পথচলা দারুণ।’