সিরিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
বিষয়টি নিশ্চিত করে পেন্টাগন বলেছে, ইরাক এবং সিরিয়াতে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আক্রমণ বৃদ্ধির জবাবে চালানো হয়েছে এই হামলা।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: সিরিয়ায় ইরানি টার্গেটে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর এবং তার সমর্থিত গ্রুপগুলো ব্যবহার করে এমন দুটি স্থাপনায় বৃহস্পতিবার এই হামলা চালানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পেন্টাগন বলেছে, ইরাক এবং সিরিয়াতে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আক্রমণ বৃদ্ধির জবাবে চালানো হয়েছে এই হামলা। হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে তখন ইরাকে কমপক্ষে ১২ বার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও জোটের সেনারা। অন্যদিকে ইরান সমর্থিত বাহিনীর বিরুদ্ধে সিরিয়ায় হামলা চালিয়েছে চারবার। এ পর্যন্ত মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলায় ২১ জন সেনা আহত হয়েছে। তার মধ্যে কয়েকজন ব্রেনে আঘাত পেয়েছে।