সিরিয়ার সেই মিরাকল শিশুর নাম রাখা হলো আইয়া
তাকে জন্ম দেয়া মা মারা গেছেন ধ্বংসস্তূপের নিচেই। তখনও সন্তানের নাড়ি কাটা হয়নি। সেই অবস্থায় উদ্ধারকর্মীরা সিরিয়ার জেনডেরিস থেকে উদ্ধার করেছে ওই শিশুকে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : নিয়তির কি নিষ্ঠুরতা! সিরিয়ার ধ্বংসস্তূপের নিচে জন্ম নিয়েছে একটি কন্যাশিশু। তাকে জন্ম দেয়া মা মারা গেছেন ধ্বংসস্তূপের নিচেই। তখনও সন্তানের নাড়ি কাটা হয়নি। সেই অবস্থায় উদ্ধারকর্মীরা সিরিয়ার জেনডেরিস থেকে উদ্ধার করেছে ওই শিশুকে। সন্তানের নাড়ি কেটেছেন তারাই। কিন্তু শিশুটির পিতা-মাতা দু’জনেরই জীবনপ্রদীপ নিভে গেছে কংক্রিটের স্তূপে। এ খবরটি কয়েকদিন আগের। এ খবর দৈনিক মানবজমিন পরিবেশন করেছে। কিন্তু নতুন খবর হলো- ওই শিশুটিকে একটি নাম দেয়া হয়েছে। একটি বাড়ি দেয়া হয়েছে।
আরবিতে তার নাম রাখা হয়েছে ‘আইয়া’। এর অর্থ অলৌকিক। ইংরেজিতে যাকে বলে মিরাকল। সত্যি এক মিরাকল ঘটিয়ে বেঁচে গিয়েছে শিশুটি। তার পিতার এক আঙ্কেল বলেছেন, তিনি শিশুটিকে বাড়ি দেবেন। এরই মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে ‘আইয়া’কে। পরিবারের কেউ বেঁচে নেই। তার পিতার আঙ্কেল সালাহ আল বদরানের নিজের বাড়ি ধ্বংস হয়ে গেছে। তিনি বর্তমানে নিজের পরিবার নিয়ে আছেন একটি তাঁবুতে।
ভূমিষ্ঠ হওয়ার পর আইয়াকে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায়, একজন মানুষ চারতলা একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে ধুলিমাখা একটি ছোট্ট শিশুকে দু’হাতে আবার বুকে জড়িয়ে বেরিয়ে আসছেন। প্রায় শূন্য ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রায় নবজাতককে বাঁচাতে দ্বিতীয় একজন ব্যক্তি দৌড়ে যান একটি কম্বল নিয়ে। তৃতীয় আরেকজন দ্রæত গাড়ি প্রস্তুত করতে চিৎকার করতে থাকেন। তারপর আইয়াকে নিয়ে যাওয়া হলো আফ্রিন শহরের এক হাসপাতালে। সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হলো।
শিশুটির বিভিন্ন স্থান থেঁতলে গিয়েছিল। প্রচণ্ড ঠান্ডায় তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। একজন চিকিৎসকের স্ত্রী নিজের সন্তানের পাশাপাশি আইয়াকে বুকের দুধ পান করাচ্ছিলেন। একজন চিকিৎসক বলেছেন, আইয়াকে যখন তাদের কাছে নেয়া হয় তখন প্রচন্ড ঠাণ্ডায় তার হাইপোথার্মিয়া ছিল। তাকে উষ্ণতায় রাখা হয় এবং কালসিয়াম দেয়া হয়। এই ভূমিকম্পে যেসব শিশু এতিম হয়েছে তার অন্যতম আইয়া। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, যেসব শিশুর পিতামাতা নিখোঁজ বা মারা গেছেন, তাদের বিষয়ে তারা মনিটরিং করছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: