সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান
প্রথম নিউজ, ঢাকা : সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ (ফাইল ছবি)সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ (ফাইল ছবি)
সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (২৮ আগস্ট) সকালে অস্ট্রেলিয়ার উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। অস্ট্রেলিয়ার পার্থ শহরে আগামীকাল মঙ্গলবার (২৯ আগস্ট) থেকে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম-২০২৩ এবং দ্য ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, অস্ট্রেলিয়ার এই সিম্পোজিয়ামের লক্ষ্য হলো বন্ধুভাবাপন্ন দেশগুলোর স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদারি সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। সিম্পোজিয়ামে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন সেনাবাপ্রধান। এ সময় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ত্যাগ করবেন। পরদিন ৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি।