সামরিক কর্মকর্তাদের বাড়িতে হামলা নিয়ে উদ্বেগ জানালেন পাক মন্ত্রী

যেভাবে সামরিক বাহিনীর কর্মকর্তাদের টার্গেট করছে তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রহমান।

সামরিক কর্মকর্তাদের বাড়িতে হামলা নিয়ে উদ্বেগ জানালেন পাক মন্ত্রী

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইমরান খানকে গ্রেপ্তারের পর তার সমর্থকরা যেভাবে সামরিক বাহিনীর কর্মকর্তাদের টার্গেট করছে তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রহমান। এক টুইট বার্তায় তিনি এ ঘটনাকে ‘অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়’ বলে বর্ণনা করেছেন। এ খবর দিয়েছে ডন।

খবরে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা থেকে দেশব্যাপী টানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ইমরান খান সমর্থকরা। আর্মি সদরদপ্তর থেকে শুরু করে সামরিক কর্মকর্তাদের বাসভবনেও হামলা চালাচ্ছেন তারা। লাহোরে এমন এক সেনা কর্মকর্তার বাড়িতে ঢুকে ভাংচুর এবং অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে। এরইভিত্তিতে শেরি রহমান বলেন, এনএবি’র হাতে ইমরান খানের গ্রেপ্তারের পর পিটিআই সমর্থকরা যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়। বৈধ গ্রেপ্তারের পর এ ধরণের দাঙ্গা এর আগে কখনোই দেখা যায়নি।

তিনি আরও বলেন, সামরিক কর্মকর্তাদের বাসভবন এবং স্পর্শকাতর প্রতিষ্ঠানে হামলা কোনো প্রতিবাদ হতে পারে না, এটা এক ধরণের আক্রমণ। পিটিআই একটি দুঃখজনক ইতিহাস তৈরি করলো। তিনি দাবি করেন, পিটিআই সমর্থকরা উসকানিমূলক স্লোগান দিচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ‘শাট ডাউন পাকিস্তান’ ট্রেন্ডে সমর্থন যোগাচ্ছে। তিনি ইমরান খানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পাকিস্তানের পূর্ববর্তী নেতাদের মতো আপনিও নিজের নির্দোষ হওয়ার পক্ষে প্রমাণ হাজির করুন।