সম্পত্তির জন্য মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন

 সম্পত্তির জন্য মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন

প্রথম নিউজ, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় জবেদা খাতুন (৫০) নামের এক নারীকে হত্যার দায়ে তার ছেলে মুকুল হোসেনকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) বেলাল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০২১ সালের ১৩ নভেম্বর বাড়িতে জবেদা খাতুনকে ধারালো হাঁসুয়া দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন ছেলে মুকুল হোসেন। এ ঘটনায় নিহতের ভাই মো. আলাউদ্দিন চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ এ রায় ঘোষণা করেন আদালত।